জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহনের ভাড়া কমানোর দাবিতে ও বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) অর্ধদিবস (৬টা-১২টা) বাম গণতান্ত্রিক জোটের হরতাল চলছে।
রাজধানী ঢাকাসহ সারাদেশে বাম জোটের নেতারা হরতালের সমর্থনে মিছিল করছে। এছাড়াও কোথাও কোথাও বাম জোটের নেতাদের উপর পুলিশের আক্রমনের কথাও জানা গেছে। রাজধানীর খিলগাঁও এ পিকেটিং সময় পুলিশের হামলায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়াও গতকাল রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল সহ ৫ নেতা কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
বগুড়া থেকে আমাদের সংবাদ দাতা জানিয়েছেন, সকাল থেকেই বগুড়া সাতমাথা থেকে বাম জোটের নেতারা হরতালের সমর্থনে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এখানে সিপিবি, বাসদ ও ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা মিছিল এবং সমাবেশে অংশগ্রহণ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট