২৬ আগস্ট লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলায় দিনব্যাপী এক সাংগঠনিক কর্মশালা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচনা করেন সাবেক ছাত্রনেতা তারিক হোসেন মিঠুল ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল। এতে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সাংগঠনিক কর্মশালার শেষে কর্মীসভায় শামস রহমান দীপ্ত আহবায়ক, শাহাদ মাহমুদ সাজিম, সুমাইয়া শারমিন রিমিকে যুগ্ম আহবায়ক ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। নতুন আহবায়ক কমিটিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট