প্রয়াত প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত ফোর্ড এসকর্ট আরএস টার্বো নিলামে বিক্রি হয়েছে সাড়ে ছয় লাখ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যা সাত কোটি ২৯ লাখ ২৬ হাজার ২৮৩ টাকা।
প্রিন্সেস ডায়ানা গাড়িটি তিন বছর ব্যবহার করেছিলেন। শপিং, রেস্তোরাঁয় প্রায়ই তাকে এই গাড়িটিতে দেখা যেত। দিন দু’য়েক পরই ডায়ানার মৃত্যু বার্ষিকী। এর আগে কালো রংয়ের ফোর্ড এসকর্ট গাড়িটি নিলামে বিক্রি করা হলো।
বিবিসি জানিয়েছে, ১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। তবে এর আগে ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় তিন বছর কালো রংয়ের ফোর্ড এসকর্ট আরএস টার্বো মডেলের ওই গাড়িটি ব্যবহার করেছিলেন তিনি। গাড়িটি ডায়ানার খুবই প্রিয় ছিল।
শনিবার মধ্য ইংল্যান্ডের সিলভারস্টোন নিলামঘরে প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার কালো রংয়ের ফোর্ড এসকর্ট আরএস টার্বো মডেলের গাড়িটি নিলামে তোলা হয়। অডোমিটার অনুযায়ী, প্রিন্সেসকে নিয়ে গাড়িটি ৪০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।
শনিবারের নিলামে গাড়িটির দাম ওঠে সাত লাখ ৬৪ হাজার মার্কিন ডলার। ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত রাজপরিবারের রোলস-রয়েস এবং ডায়ামলার্স না নিয়ে নিজের ফোর্ড এসকর্ট টার্বো এস ১-এ ঘুরে বেড়াতেন প্রিন্সেস ডায়ানা। প্রিন্সেসের পছন্দ অনুযায়ী ফোর্ড এই গাড়িটি তৈরি করে দিয়েছিল। শপিং, রেস্তোরাঁ-সহ বিভিন্ন স্থানে যেতে নীল স্ট্রাইপের এই গাড়িটিই ছিল ডায়ানার সফরসঙ্গী।
অত্যন্ত পছন্দের গাড়ি হওয়ায় এর সঙ্গে ঘন ঘন ছবি তুলতেন বাকিংহাম প্যালেসের এই বধূ। চেলসির বুটিক শপ এবং কেনসিংটনের বাইরে এই গাড়ির সাথেই তার ছবি তোলা হয়েছিল বলে জানাচ্ছে বিবিসি। কখনও প্রিন্স উইলিয়ামও থাকতেন গাড়িটির পেছনের সিটে।
দুবাই, যুক্তরাষ্ট্র, ব্রিটেন থেকে ধনকুবেররা এসেছিলেন প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত এই ফোর্ড কিনতে । শেষে তা কিনেছেন ব্রিটেনেরই এক ব্যক্তি। তবে তার নাম প্রকাশ করেনি নিলামকারী সংস্থা। তিনি উত্তর ইংল্যান্ডের বাসিন্দা।
অবশ্য গাড়িটা যে সে অর্থে খুব বিলাসবহুল ছিল, তেমন নয়। তবে প্রিন্স উইলিয়াম-প্রিন্সেস ডায়ানার যুগে ব্রিটেনে সবচেয়ে বেশি সংখ্যায় বিক্রি হয়েছিল এই মডেলের গাড়িই। সেই সংখ্যাও ৪১ লাখেরও বেশি বলে জানাচ্ছে অটো এক্সপ্রেস ওয়েবসাইট।
আগামী ৩১ আগস্ট প্রিন্সেস ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের একটি টানেলে রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় মারা যান বিশ্বের অন্যতম সেরা এই সুন্দরী। তখন তার বয়স ছিল মাত্র ৩৬ বছর।
এর আগে ২০২১ সালের জুনে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত আরেকটি ফোর্ড এসকর্ট নিলামে বিক্রি হয়। সেসময় নিলামে ওই গাড়ির দর উঠেছিল ৫২ হাজার পাউন্ড।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট