রাজধানীর বেইলি রোডে গত রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত আট থেকে ১০ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গতকাল রবিবার রাত ১০টার দিকে বেইলি রোডে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে পল্টন থানা ও রমনা থানা শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
রমনা থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় একাধিক ছাত্রলীগকর্মী আহত হয়েছেন বলে তাঁরা খবর পেয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে একজনকে আহত অবস্থায় পেয়ে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, আধাঘণ্টার মতো ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট