‘দ্য কাচা বাদাম গার্ল’ খ্যাত অঞ্জলি অরোরা, যিনি কিছুদিন আগেও তাঁর কথিত ফাঁস হওয়া ‘এমএমএস‘ ভিডিওর জন্য বেশ আলোচনায় ছিলেন, সম্প্রতি আবারও ব্যাপক বিদ্রূপের শিকার হয়েছেন।
গতকাল সোমবার (২৯ আগস্ট) অঞ্জলির শেয়ার করা সর্বশেষ ভিডিও যেখানে তাকে চোলি এবং লেহেঙ্গা চোলি পড়া অবস্থায় দেখা যাচ্ছে, সেটি শেয়ার করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভিডিওতি তিনি বেশ খোলামেলাভাবে নিজেকে প্রকাশ করেছেন এবং তাঁর ক্লিভেজ প্রদর্শনে তাকে আকর্ষনীয় দেখাচ্ছে যা মুলত মন্তব্যকারীদের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।ভিডিওতে মন্তব্য করে একজন লিখেছেন, ‘আপনার এমএমএস দেখেছি। সুপার ছিল। ’ অপর একজন লিখেছেন, ‘এমএমএস সবাই দেখেছে। আপনি পর্নস্টার হয়ে যান। ’
এমন শত শত বিদ্রূপমূলক মন্তব্যে মুহুর্তেই ভরে যায় ভিডিওটির মন্তব্য সেকশন। ট্রোলের শিকার হয়ে অঞ্জলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেত্রী সুমনা চক্রবর্তীর একটি রিল শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে সুমনা একটি সংলাপ বলছে, ‘দুশমানো কো ইয়াহি খাল রাহা হ্যায় কি তুফান মে ভি হামারা দিয়া কিয়ু জাল রাহা হ্যায়’, যা তাঁর সমালোচকদের জন্য একটি বার্তা বলে মনে হচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট