বিরল প্রজাতির এ হনুমান কে কয়েকদিন থেকে বগুড়ার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে৷ সে ঠিক কোথা থেকে এসেছে তা জানা যায়নি। বণ্যপ্রাণী সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছে তাদের এ ব্যাপারে তেম্ন কিছু করার নাই। এছাড়া ট্রাঙ্কুইলাইজ করবার মত প্রয়োজনীয় ইকুইপমেন্ট তাদের কাছে নেই।
স্থানীয় মানুষ কে একে বিরিক্ত না করতে ও খাবার না দিতে তারা অনুরোধ করেছে।