1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৪ জুন ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালী: ইরানের এক অদৃশ্য কিন্তু কার্যকর অস্ত্র ঈদের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রবিবার অফিস খুলছে সোনাতলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে শিল্পপতি রিপনের আর্থিক অনুদান প্রদান মন্ত্রণালয়ের আশ্বাসে ১৬ ‍দিন পর আন্দোলন স্থগিত করল পল্লী বিদ্যুৎ সমিতি ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগ জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন ভেটো পর্নগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার সোনাতলায় বিএনপি নেতাকর্মিদের মাঝে শিল্পপতি রিপনের ঈদ উপহার বিতরণ সংবিধানের নির্দেশনা ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগের শিক্ষাই সেনাবাহিনীর চেতনার উৎস : সেনাপ্রধান জীবিত সেলিমকে জুলাই আন্দোলনে ‘শহীদ’ দেখিয়ে হত্যা মামলা!

সুইস ব্যাংকে অর্থপাচার : হাইকোর্টে বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের কার কত পরিমাণ অর্থ আছে, সে বিষয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে প্রতিবেদন দেওয়ায় বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছিলেন হাইকোর্ট। আজ বুধবার সকালে তিনি আদালতে হাজির হয়েছেন।

আজ বুধবার (৩১ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১০ আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, সুইস ব্যাংকে অর্থ জমা করা বাংলাদেশিদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য সরকার তাঁদের কাছে চায়নি।

তাঁর এ বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর নজরে এলে গত ১১ আগস্ট স্বতঃপ্রণোদিত হয়ে সরকার ও দুদকের কাছে এর ব্যাখ্যা চান আদালত। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর পক্ষ থেকে আদালতে কাগজপত্র দাখিল করা হয়। বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর সেসব কাগজপত্র আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

দাখিল করা সেসব কাগজপত্রে কারো নাম, সিল ও পদবি উল্লেখ না থাকায় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘সাদা কাগজে লিখে দিয়ে দিলেন। নাম-ঠিকানা-পদবি কিছুই নেই। বিষয়টি কি এমন যে ধরি মাছ না ছুঁই পানি? যা হওয়ার হোক, তাঁর নাম (যে কর্মকর্তা তথ্য দিয়েছেন) যেন না আসে। এত ভয় কিসের? যে কথা লিখেছেন, তার নিচে সই দিলেও হতো। নাম-সই কিছুই দিলেন না। এটি কি কেউ গ্রহণ করবে? এই তথ্যে নির্ভর করা যায় না। এমন কাগজ দাখিল করা দুঃখজনক। ’ পরে আদালত বিএফআইইউর প্রধানকে তলব করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews