 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে নগরীর দুর্গাবাড়ী মন্দিরে এই আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির আহ্বায়ক তন্ময় গোস্বামীর সভাপতিত্বে পরিচিত সভায় উপস্থিত ছিলেন ছাত্র মহাজোটের সদস্য সচিব হ্রদয় চন্দ্র দাস, যুগ্ন আহ্বায়ক, সৈকত সরকার সৌরভ, নন্দন সরকার রনি, পিয়াস পাল পাপ্পু, কার্যকরী সদস্য, দুর্জয় সরকার, অসীম সরকার, জয়দেব দাস, শীপন গোস্বামী ও স্বৃতি সরকার সর্ণা।
পরচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আর্য ধর্ম গেয়ান প্রদায়নী সভার দুর্গাবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক বাবু শংকর সাহা, ৩৩ নং ওয়ার্ড হিন্দু মহাজোট এর নেতৃবৃন্দ সহ অনেকেই।
সভায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক তন্ময় গোস্বামী বলেন, নবগঠিত নতুন নেতৃত্বকে সাথে নিয়ে ময়মনসিংহ জেলা ছাত্র মহাজোট একটি শক্তিশালী ইউনিট হিসেবে দাঁড় করাবো, হিন্দু স্বার্থে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে ময়মনসিংহ জেলা ছাত্র মহাজোট।
পরিচিতি সভা শেষে তন্ময় গোস্বামীর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো শেষে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং মিষ্টিমুখ করে কার্যক্রম শেষ করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট