জীবন চলার পথে নানা বাধা বিপত্তি লেগেই থাকে। কারো চলার পথই ফুল ছড়ানো থাকে না। হাজার হাজার কোটি টাকা নিয়েও কেউ ঘুমাতে পারেনা নিশ্চিন্তে। আবার টাকা শোকে নির্ঘুম রাত কাটায় কেউ পথে ঘাটে। প্রত্যেক মানুষের সমস্যাগুলো হয়তো ভিন্নধর্মী, কিন্তু সমস্যা নিয়েই মানুষ পথ চলছে। এই সমস্যাকে সঙ্গী করেই বাঁচতে হবে। এ বিষয়ে তানিয়া তমা তার ফেসবুক ওয়ালে লিখেছেন—
ঢাকার প্রত্যেকটা ফ্ল্যাটে কস্ট। একেকজনের একেক রকম কস্ট। কস্টগুলো প্রায় সেইম হইলেও প্রেক্ষাপট আলাদা। কারো কস্টই ফেলনা নয়। যেগুলা কেউ কাউকে বলতে পারে না। একই ঘরে থেকে ঘরের মানুষ গুলোর উপর বিরক্ত। কোন না কোন কিছু দিয়ে বিরক্তি প্রকাশ করে। এখানে মন খুলে সুখ দুঃখ কথা বলা বা শুনার কোন টাইম নাই। এই জন্য মানুষ বেশি ডিপ্রেশনে ভুগে বেশি। আত্মহত্যা প্রবনতা ও বেশি।
কিন্তু গ্রামে হাজার কস্ট থাকলেও এর সাথে ওর সাথে কথা বলা বলি করে সমাধান না হইলেও হালকা হওয়া যায়। খারাপ লাগলে নদীর পাড়ে বসা যায় সবুজ ঘাসের উপর হাটা যায়। ঝগড়া গন্ডোগোল করে আত্মপ্রকাশ করা যায়।
হাহ!!! জীবন। ‘নদীর এপাড় কহে ছাড়িয়া নিশ্বাস, ওইপারেতে সব সুখ আমার বিশ্বাস’।