বিহঙ্গ খেলাঘর আসরের ভাইবোন। ছবি- রাকিব
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর শুক্রবার।
উল্লেখ্য, শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও মানবিকবোধ সম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার অগ্রযাত্রার ৭০ বছর পূর্ণ করেছে খেলাঘর। তারই ধারাবাহিকতায় শিশুদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রসেনা হয়ে কাজ করছে খেলাঘর ঢাকা মহানগর উত্তর।
আগামী ৯ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, শেরেবাংলা নগর, আগারগাঁও জাতীয় আরকাইভস ও গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাঘর ঢাকা মহানগর উত্তর সম্মেলন ২০২২। দিনব্যাপী অনুষ্ঠানসমূহ সকাল ৯টায় উদ্বোধন করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাড. মোঃ লিয়াকত আলী সিকদার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ডাঃ লেলিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী, লাইভ টেকনোলজিস লিমিটেডের ডিরেক্টর ইয়াসির আরাফাত।