নারী স্পিকারদের সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তানে গেছেনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিন দিনের ওই সম্মেলনে যোগ দিতে আজ বুধবার সকালে স্পিকার উজবেকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরো জানানো হয়, উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটের ‘এড্রেসিং দ্যা রিস্কস অফ দ্যা পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি, প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস এন্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাইটেক ওয়ার্ল্ড’ সেশনে বক্তৃতা করেন।
এছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।সম্মেলন শেষে আগামী ১১ সেপ্টেম্বর দেশে ফিরবেন স্পিকার।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট