শেষ পর্যন্ত ক্রিমিয়ায় সাম্প্রতিক কয়েকটি হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। হামলাগুলোর পেছনে কে ছিল তা নিয়ে গত এক মাস অনিশ্চয়তা ছিল। ইউক্রেন এর আগে এ হামলায় নিজেদের হাত থাকার কথা অস্বীকার করেছিল।
২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে আগস্টের শুরুতে রাশিয়ার সাকি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়। তাতে একজন নিহত হয়।
সাকি ঘাঁটিতে হামলার পেছনে ইউক্রেন তার কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করে। এমনকি তারা দাবি করে রুশ সেনাদের ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে গোলাবারুদের মজুদে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
ক্রিমিয়ায় হামলা চালানোর বিষয়টি ইউক্রেনের পক্ষ থেকে চলমান সংঘাতের একটি বড় ধরনের বিস্তৃতির ইঙ্গিত দেয়।
জাতীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্মের জন্য লেখা এক নিবন্ধে কিয়েভের শীর্ষ সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি বলেছেন, ৯ আগস্ট ইউক্রেনীয় রকেট সাকি বিমানঘাঁটিসহ কয়েকটি ক্রিমীয় সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
কমান্ডার জালুঝনি দাবি করেছেন, ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য মস্কোর ব্যবহৃত একটি ঘাঁটিতে তাদের হামলায় ১০টি রুশ যুদ্ধবিমান অচল হয়ে গেছে।
জালুঝনি বলেন, রাশিয়ার সামরিক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তাদের সামগ্রিক সামরিক আত্মবিশ্বাস ও দায়মুক্তির অনুভূতিকে চ্যালেঞ্জ করা ছিল ইউক্রেনের ওইসব হামলার উদ্দেশ্য।
সাকি বিমানঘাঁটির অবস্থান ক্রিমিয়ার পশ্চিম উপকূলে নভোফেদোরিভকার কাছে। এটি একটি সৈকত সংলগ্ন এলাকা যা রুশ পর্যটকদের কাছে জনপ্রিয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট