রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চারতলার ভবনটির নিচতলায় একটি রেস্তোরোঁয় সকাল রবিবার ৬টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যাত্রাবাড়ীর কলাপট্টির ভবনটিতে লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ’ তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির কোনো তথ্য দিতে পারেননি তিনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট