ঢাকা উত্তর সিটির করপোরেশনের কার্যালয়ের অষ্টম তলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে আগুন লাগে। পরে ৯টা ৭ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক কালের কণ্ঠকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে।
আজ সকাল ৭টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভানো হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান তিনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবরও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট