1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ ঢাকায় “প্রাথমিক স্তরে শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণপদ্ধতি” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায়বিচারের আওতায় আনার আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার বীর উত্তম আর নেই চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর বরিশালে “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা সোনাতলায় ‘দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত খুলনায় “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময়

নতুন প্রজন্মের সামাজিক বিকাশ

কেয়া তালুকদার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
এ যুগের ছেলে মেয়েরা নিজেরাই নিজের একটা জগৎ সৃষ্টি করে নিয়েছে ৷ বাবা-মা, ভাই- বোনদের সাথে নিজেদের কথাগুলো শেয়ার করতে চায়না, গল্প করতে চায়না ৷ তাদের সাথে ঘুরতে চায়না, কানে একটা হেড ফোন দিয়ে গান শোনা আর মোবাইলে ফেসবুকিং নিয়ে অবসরে ব্যস্ত থাকতে ভালোবাসে ৷ ঘরের বাইরে শুধু স্কুল, কলেজ, কোচিং নিয়ে পড়াশুনার এক তীব্র প্রতিযোগিতায় নেমেছে ৷ মা- বাবারাও এই নেশায় এতটাই ছুটছে যে তাদের সামাজিক বিকাশের দিকটাকে ভুলতে বসেছে ৷ বড়দের দেখা হলে সালাম দেয়া, বাড়িতে মেহমান আসলে তাদের সাথে কুশল বিনিময় করা, অসুস্থ পরিবারজনের সেবা করা, বাবা মায়ের কাজে সাহায্য করা, গুরুজনদের সম্মান দিয়ে কথা বলা, প্রতিবেশীর বিপদে এগিয়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলো থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ৷ তারা যান্ত্রিকতার রোষানলে নিজেদেরকেও যন্ত্র মানব-মানবী করে গড়ে তুলছে ৷
এর ফলে তারা খুব সহজেই অজানা কোনো বিপদের সাথে নিজেদের জড়িয়ে ফেলছে, যার ফলফল গুলো পরিবারগুলোকেই বিপদের মুখে ঠেলে দিচ্ছে ৷ হতাশাগ্রস্থ হয়ে নিজের জীবনকে নষ্ট করছে ৷
এর থেকে বেরিয়ে আসতে হলে মা-বাবা ও পরিবারের সদস্যদেরকেই এগিয়ে আসতে হবে ৷ মা-বাবার সম্পর্ককে সন্তানের কাছে ভালোভাবে উপস্থাপন করা, সন্তান কি করছে, কার সাথে মিশছে সে দিকে খেয়াল রাখা ৷ তাদের সাথে নিয়ে ঘুরতে যাওয়া ৷ তাদের আবদার গুলোর দিকে খেয়াল রাখা, সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ, পাঠ্য বইয়ের বাইরে ভালো বই পড়ার অভ্যাস গঠন, পারিবারিক বন্ধনগুলোকে দৃঢ় করা, তাদের আগামী দিনের সুন্দর ভবিষ্যতের অনুপ্রেরণা দেয়া ৷ নতুন প্রজন্মকে সঠিক পথে ধাবিত করতে প্রতিটি পরিবারকেই এগিয়ে আসতে হবে ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews