“৬০ তম মহান শিক্ষা দিবস” উপলক্ষে আজ বিকাল ৫ টা ৩০ মিনিটে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন সবীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, আমিনুল ফরিদ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, হাসান আলী শেখ, অখিল পাল, সাজেদুর রহমান ঝিলাম, সাদ্দাম হোসেন, সোহানুর রহমান, জয় ভৌমিক, আব্দুল হামিদ সুজন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ” ১৯৬২ সালে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান কর্তৃক গৃহীত বাণিজ্যিক কমিশনের শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র-জনতা এক হয়েছিল। শরীফ কমিশন কর্তৃক প্রণীত বাণিজ্যিক শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওয়াজিউল্লাহ, বাবুল, সুন্দর আলী, গোলাম মোস্তফারা শহীদ হন। মহান শিক্ষা দিবসের ৬০ বছর পরেও দেশে বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা রেখে একটি জাতি কখনোই আত্মনির্ভরশীল জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা তুলে দাড়াতে পারেনা। প্রতিবছর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী ঝরে পড়ে। আমরা এখনো আমাদের কাংখিত কোন শিক্ষানীতি পাইনি। এখনো এদেশে কোন পূর্ণ শিক্ষানীতি প্রণীত হয়নি। বরং বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের তৈরি করছে ভোগবাদী ও সুবিধাবাদী হিসাবে। তাই আমাদের লড়াই এখনো থামেনি। লক্ষ্য অর্জিত হবার আগ পর্যন্ত এই লড়াই চলবে।”
আলোচনা সভা থেকে বক্তারা আগামী ১৬-১৭ সেপ্টেম্বর শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ ঘোষিত জাতীয় বিশ্ববিদ্যালয় কনভেনশন ও শিক্ষা সমাবেশ সফল করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।