এডিস মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৪ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ১৩৮ জনই ঢাকার এবং অন্যান্য বিভাগের ২৬ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৩৩৬ জন রোগী ভর্তি রয়েছে।
এর মধ্যে ঢাকার ৫০টি হাসপাতালে ভর্তি আছে ৯৮৩ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে আছে ৩৫৩ জন।
চলতি বছরে এ পর্যন্ত ১০ হাজার ৩৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯ হাজার ১৮ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট