রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যত শিগগির সম্ভব ইউক্রেনে সামরিক অভিযানের ইতি টানতে চান তিনি। তবে এ ব্যাপারে যে রাশিয়ার কোনো তাড়াহুড়া নেই, সেটা জানাতে তিনি ভোলেননি। তাঁর এসব মন্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্ক মন্তব্য করেছেন, যুদ্ধ কোন দিকে গড়াবে, সেটা বলার সময় এখনো হয়নি। তাঁর মতে, যুদ্ধের গতি-প্রকৃতি অনেকটাই নির্ভর করছে মিত্র দেশগুলোর অস্ত্র সরবরাহের ওপর।
গত শুক্রবার উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রুশ রাষ্ট্রপ্রধান পুতিন বলেন, ইউক্রেনে সংঘাত নিয়ে নয়াদিল্লির উদ্বেগ তিনি বুঝতে পেরেছেন। ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চান বলেও মোদিকে জানান তিনি। মোদি ও পুতিনের মধ্যকার বৈঠকের আলাপচারিতার ব্যাপারে ক্রেমলিন থেকে প্রকাশিত চুম্বকাংশে এ তথ্য জানানো হয়েছে।
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুতিন বলেছেন, ভারতের উদ্বেগ সম্পর্কে তিনি অবগত এবং পরিস্থিতি সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীকে অবহিত রাখবেন। তিনি আরো বলেন, কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়।
এ ছাড়া পুতিনকে মোদি বলেছেন, ‘খাদ্য, জ্বালানি নিরাপত্তা ও সারসংকট সমাধানের উপায় আমাদের বের করতে হবে। ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য আমি রাশিয়া ও ইউক্রেনকে ধন্যবাদ জানাই। ’
চলতি বছর ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি রাশিয়ার দখলকৃত ভূখণ্ড মুক্ত করতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এই আক্রমণের মুখে গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, আট হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা রাশিয়ার দখল থেকে পুনরুদ্ধার করেছে কিয়েভ বাহিনী। তবে এর মানে এই নয় যে যুদ্ধের গতিপথ পাল্টে গেছে—এমন মন্তব্য করেছেন তিনি। এক বিশেষ সাক্ষাত্কারে জেলেনস্কি আরো বলেন, যুদ্ধের গতি-প্রকৃিতি নির্ভর করছে মিত্র দেশগুলোর অস্ত্র সহযোগিতার ওপর। বলা দরকার, বিভিন্ন দেশের বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে যুদ্ধের ময়দানে রাশিয়ার ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।
যুদ্ধের ময়দানে এগোতে থাকা ইউক্রেনে রাশিয়ার ‘যুদ্ধাপরাধের’ চিত্রও তুলে ধরছে কিয়েভ। জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন। তবে ক্রেমলিন এ ব্যাপারে তাত্ক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট