৬০তম মহান শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রেণী বিভাজনের শিক্ষা নয়, সবার জন্য শিক্ষা চাই এই স্লোগানকে বুকে ধারন করে শিক্ষার অধিকার আদায়ে পথিকৃৎ ও ছাত্র আন্দোলনের লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যশোর জেলা সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।
১৭ই সেপ্টেম্বর ২০২২ শনিবার বিকাল ৪ টায় যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে শামস রহমান দীপ্তের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম মন্নু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিউসি যশোরে জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, জেলা উদীচীর সহ সভাপতি আমিনুর রহমান হিরু, শিক্ষক স্বপন মন্ডল, মফিজুর রহমান নান্নু, প্রভাষক মহিব, ছাত্র ইউনিয়ন সদস্য হুসাইন আহমেদ তালহা, সাজিদ হাসান অনিক, আকিব হাসান, আকরাম হোসেন, তাসজিদ হাসান আদশ, রোহিত রায় প্রমুখ।
শিক্ষা দিবসের ৬২ এর শিক্ষা আন্দোলন ও আজকের শিক্ষা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জান্নাতুল করিম শুচি।