দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ সারা দেশে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। চলতি মাসের পুরো সময়ই এই পরিস্থিতি বিরাজ করতে পারে। এদিকে গতকাল রবিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টিপাত বাড়াতে পারে।
আবহাওয়া দপ্তর জানায়, উত্তর ভারত থেকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় রয়েছে।
ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। চলতি মাসের বাকিটা সময়জুড়েই এই পরিস্থিতি থাকতে পারে।
এদিকে উত্তর বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হলে দক্ষিণাঞ্চলে বাতাসের গতিবেগ ও বৃষ্টির প্রবণতা বাড়বে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট