ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সাধারণত রাজনৈতিক উদ্দেশ্যে পক্ষপাতমূলক প্রতিবেদনের জন্য পরিচিত। এ সংস্থাটিকে রাশিয়া বিদেশি এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকায় রাশিয়া দূতাবাস গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে রাশিয়া দূতাবাস রাশিয়া-বাংলাদেশ গ্যাস অনুসন্ধান ও শস্য সরবরাহ চুক্তি নিয়ে টিআইবির বক্তব্য খণ্ডন করেছে।
দূতাবাস বলেছে, রাশিয়ার সঙ্গে অন্য দেশের বাণিজ্যকে নষ্ট করতে পশ্চিমা গণমাধ্যম ও বেসরকারি সংস্থাগুলো ভুল তথ্য তুলে ধরছে।
রাশিয়া দূতাবাস জানায়, গম, সার এবং জ্বালানি রপ্তানি চুক্তির আওতায় রাশিয়া তার বাধ্যবাধকতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। এরই মধ্যে ইউরোপীয় কিছু দেশ রাশিয়া থেকে পণ্য কেনাকে বাধা দিতে সুইফট ব্যবস্থা থেকে বেশ কয়েকটি রাশিয়ার ব্যাংককে বাদ দিয়েছে।
দূতাবাস আরো জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের চ্যালেঞ্জ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে যৌথ প্রকল্প বাস্তবায়নে মস্কো ঢাকার প্রতিশ্রুতির প্রশংসা করে। টিআইবি রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে নেতিবাচক মন্তব্য করলেও কোনো তথ্যের জন্য রাশিয়া দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেনি।
বাজার দরের চেয়ে বেশি দামে রাশিয়া থেকে বাংলাদেশ সরকারের গম কেনার চুক্তির তথ্য নাকচ করে রাশিয়া দূতাবাস বলেছে, বাজারদর মেনেই ওই চুক্তি হয়েছে।
রাশিয়ার কম্পানি গ্যাজপ্রমের গ্যাসকূপ খননের উচ্চমূল্যের অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া দূতাবাস। তারা বলেছে, মার্কিন কম্পানি শেভরনের কূপ খননের খরচ রাশিয়ার কম্পানির তুলনায় তিন থেকে পাঁচ শতাংশ বেশি ছিল।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট