সারা দেশে তাপমাত্রা কম থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভাপসা গরম। আবহাওয়াবিদদের মতে, চন্দ্রিমার প্রভাব বাংলাদেশের ওপর এখনো সক্রিয় থাকায় এমন আবহাওয়া তৈরি হয়েছে। তবে অতি দ্রুত তা বদলে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরের অনেক জায়গায় এবং বাকি সাত বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে বর্ধিত পাঁচ দিনের শুরুর ভাগেই বৃষ্টিপাত বাড়তে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, চলতি মাসে চন্দ্রিমার প্রভাব শেষ হতে যাচ্ছে। বঙ্গোপসাগরে একটি পরিবর্তন আসতে যাচ্ছে। এটি বাংলাদেশের ওপর পুরোপুরি সক্রিয় না হলেও এর প্রভাবে দেশে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্যে জানানো হয়, গতকাল মঙ্গলবার বাগেরহাটের মোংলা উপজেলায় মোংলা স্টেশন দিয়ে পানি সমতল (পানির উচ্চতা) বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। রুপসা নদীর পানি খুলনা স্টেশন দিয়ে বিপত্সীমার কাছাকাছি এবং তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডিমলা উপজেলা সংশ্লিষ্ট ডালিয়া পয়েন্ট দিয়ে বিপত্সীমার কাছাকাছি প্রবাহিত হয়েছে। পদ্মা, গঙ্গা, যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট