জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর সোনাতলা উপজেলা শাখাধীন হাসনাহেনা খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় খেলাঘর সোনাতলা উপজেলা শাখার কার্যালয়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাসনাহেনা খেলাঘর আসরের আহ্বায়ক রুকসানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর সোনাতলা উপজেলা শাখার সভাপতি মহসীন আলী তাহা, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্পাদক সোহেল আহমেদ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর সোনাতলা উপজেলা শাখার সহ সভাপতি শাহজাহান আলী টুকু, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শিহাব। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন হাসনাহেনা খেলাঘর আসরের মার্জিয়া,আফিয়া, নেহাল, সাদিয়া, রিয়া ও নিপা প্রমূখ।
সংখ্যাগরিষ্ঠ সদস্যর মতামতের ভিত্তিতে হাসনাহেনা খেলাঘর আসরের সভাপতি রুকসানা খাতুন , সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শাকিল, সহ-সাধারণ সম্পাদক তানিয়া আক্তার মার্জিয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজিবসহ ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান খেলাঘর সোনাতলা উপজেলা শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরাইয়া আক্তার শাকিলা।