জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর সোনাতলা উপজেলা শাখাধীন ঘাসফড়িং খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বয়ড়া উচ্চ বিদ্যালয়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর সোনাতলা উপজেলা শাখার সভাপতি মহসীন আলী তাহা, সহ সভাপতি শাহজাহান আলী টুকু, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ শিহাব। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন কলকণ্ঠ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মিম আক্তার, ঝড়ের পাখি খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসিব, হাসনাহেনা খেলাঘর আসরের আফিয়া আক্তারসহ ঘাসফড়িং খেলাঘর আসরের কর্মী সংগঠকবৃন্দ।
সংখ্যাগরিষ্ঠ সদস্যর মতামতের ভিত্তিতে ঘাসফড়িং খেলাঘর আসরের সভাপতি রেজাউল করিম সাধারণ সম্পাদক তানজিলা আক্তার, সহ-সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রাবণী আক্তারসহ ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান খেলাঘর সোনাতলা উপজেলা শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাসফড়িং খেলাঘর আসরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানজিলা আক্তার।