সম্প্রতি ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাংবাদিকদের মিলনকেন্দ্র এই প্রেসক্লাবের নতুন সভাপতি হয়েছেন মোস্তাক আহমেদ কিরণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল বাতেন।
দীর্ঘ সাত বছর পর সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ১৫অক্টোবর-২২ইং রোজ শনিবার ঈশ্বরদী প্রেস ক্লাব হল রুমে এক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়। পাবনা-৭১,ঈশ্বরদী-আটঘড়িয়া-৪ আসনের মাননীয় জাতীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান বিশ্বাসের উপস্থিতিতে ও সমঝোতায় এই নতুন কমিটি গঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব খায়রুজ্জামান কামাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার। নতুন কমিটি হলঃ সভাপতি-সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ সভাপতি -কে এম আবুল বাশার, আব্দুল মান্নান টিপু, মাহবুবুল হক দুদু। সাধারণ সম্পাদক,বর্তমান সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক- শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার,মহিদুল ইসলাম।সাংগঠনিক সম্পাদক -আতাউর রহমান বাবলু, কোষাধ্যাক্ষ-শেখ মহাসিন, প্রচার ও প্রকাশনি সম্পাদক টিপু সুলতান, সমাজ কল্যাণ সম্পাদক শেখ মেহেদী হাসান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট