বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যান সংস্থা ঈশ্বরদী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০শে অক্টোবর-২২ (বৃহস্পতিবার) ঈশ্বরদী উপজেলার প্রাক্তন সৈনিক সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা রোডস্থ নিজস্ব কার্যালয়ে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আব্দুস সালাম খান ভাইস চেয়ারম্যান ঈশ্বরদী উপজেলা পরিষদ। আরো উপস্থিত ছিলেন তৌফিকুজ্জামান রতন মহলদার সদস্য পাবনা জেলা পরিষদ।
উক্ত সম্মেলনে নায়েক(অবঃ) এম এ কাদের কে সভাপতি ও ল্যাঃ কপোরাল (অবঃ) আলমগীর হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সৈনিক সংস্হা ঈশ্বরদী উপজেলা আহবায়ক ক্যাপ্টেন(অবঃ) জনাব গোলাম মজনু, পরিচালনা করেন নায়েক (অবঃ) এম এ কাদের
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট