আজ রবিবার বসছে একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন। বিকেল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব অধিবেশন শুরু হবে। এর আগে বিকেল ৩টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত হবে। সংসদ সচিবালয় সূত্র জানায়. সংসদ অধিবেশনকে সামনে রেখে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
অধিবেশন সংশ্লিষ্ট সবার করোনা নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অধিবেশনের প্রথম দিন সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনা শেষে অধিবেশন মুলতবি করা হবে। অধিবেশন ১০ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস বিল, বৈষম্য বিরোধী বিল, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল, বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল, যাকাত তহবিল ব্যবস্থাপনা বিল এবং সরকারি কর্ম কমিশন বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট