সারা দেশের ৬৪টি জেলার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, আবহাওয়া শুষ্ক থাকলেও ধীরে ধীরে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে এবং তা আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ রবিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার সামান্য পরিবর্তন হয়ে পরের পাঁচ দিনে—দিন ও রাতে তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, যে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে, সেখানে দুই-তিন মিলিমিটার বৃষ্টি থেকে সর্বোচ্চ ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের এলাকার সংখ্যা দু-একটি বাড়তে বা কমতে পারে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট