সাদা কালোতেই
আমি রয়ে গেলুম সদা।
রঙের ঝলকে বেমালুম
নিজেকে ভুলতে চাইনি।
হয়তোবা পারি নাই তাই
সাদা কালোতেই সদা।
ক্ষণে ক্ষণে রঙের ঝলকে
বদলায় রঙ ক্ষণে ক্ষণে
বদলায় বচন- চলে যায় সময়।
দর্শন বদলাবার নয়,
অগ্নিপথে-এ হৃদয়ে রক্ত ক্ষরণে
বাহে এটাই কি হামারে মন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট