-মোঃ রাব্বি
আমার গৌরব আমি এই দেশে জন্মেছি।
আমার জন্ম সার্থক
আমি বীরের সন্তান, অহংকার করি না।
তবে, তোমাদের ঈর্ষা হয়?
লজ্জা, পঞ্চাশ বছর পরেও
মুক্তিযোদ্ধা পয়দা হয় ছয় লাখ টাকায়।
হেসো না, হেসো না, দাদু
শতক বছর পরেও কি পয়দা নিবে?
যদি তাই হয়! লজ্জা পায় সত্যিকারের বীর
কারণ, করা হয় প্রশ্ন বিদ্ধ।
যাদের এফএফ নম্বর কিংবা
লাল মুক্তিবার্তায় নাম নেই
দেখাবে গাদা গাদা দালিলিক পত্র?
লজ্জা হয় না তোমাদের?
বীরের প্রজন্ম জন্ম নিবে?
না-না দাদু- তাদের সম্মান কর
টাকায় কেনা বেঁচা এক লাখ পঞ্চান্ন হাজার
ছাঁড়িয়েছে তাদের সংখ্যা টা।
আমি গিয়ে বলে দেব তীর্থযাত্রায়।
জন্ম নিবে না কভু আর এ লজ্জা আমার নয়-
তোমাদের অপূরণীয় ক্ষতি।
তাই -তো নিজেদেরকেই গৌরবাম্বিত হয়ে
জাগতে হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট