১০ম বগুড়া জেলা সম্মেলনের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার ঐতিহাসিক সাতমাথায় মুজিব মঞ্চে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সমাবেশ শেষে বিকাল ৩ টায় উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার সেমিনার রুমে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে ফারহানা আকতার শাপলাকে সভাপতি, সাইদুর রহমান পারভেজকে সাধারণ সম্পাদক এবং সুলতান আহমেদ রবিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ২ টি পদ ফাঁকা রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে।
নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ।