সারাদেশের ন্যয় বিশ্বকাপ ফুটবলের ঢেউ এসেছে লেগেছে ঈশ্বরদীতেও। চায়ের দোকান, রাস্তার মোড়ে প্রিয় দলের সফলতা নিয়ে চলছে বাকযুদ্ধ।
ঈশ্বরদী শহরের প্রায় সব বিল্ডিং এ উড়ছে বিভিন্ন দেশের জাতীয় পতাকা। প্রিয় দলের পতাকা টানিয়ে দিয়েছে সমর্থকরা।
কাতার ফুটবল বিশ্ব কাপকে কেন্দ্র করে আজগর আলী ঈশ্বরদীর বিভিন্ন জায়গাই বিক্রি করছেন বিভিন্ন দেশের জাতীয় পতাকা। এই মৌসুমী পতাকা বিক্রেতা থাকেন ঈশ্বরদীর বাবু পাড়া। স্হায়ী ঠিকানা মাদারি পুরের শিবপুরে।
আজগর আলী অদেখা বিশ্ব প্রতিবেদক কে জানান পতাকা বিক্রি আমার মৌসুমী ব্যবসা ফুটবল বিশ্ব কাপকে কেন্দ্র করে ভালো’ই বেচা বিক্রি হচ্ছে প্রতিদিন এক থেকে আড়াই হাজার টাকা আয় হয়।আমাদের বিজয় দিবস ও ফুটবল বিশ্ব কাপে বিভিন্ন দেশের পতাকা বিক্রি হচ্ছে। পতাকা বিক্রিতে ভাটা পরলে আমার মূল পেশা রাজমিস্ত্রী কাজে ফিরে যাব আবার।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট