1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

২২ পরিবারের হাত থেকে মুক্তি পেলেও দেশ আজ ২২০০ পরিবারের হাতে বন্দী: প্রিন্স

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ এর সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। ছবি- সাব্বির
“পাকিস্তান আমলের ২২ পরিবারের হাত থেকে মুক্তি পেলেও দেশ আজ ২২০০ পরিবারের হাতে বন্দী”। দূর্নীতি, ফ্যাসিবাদী দু:শাসন রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
বগুড়া সাতমাথা মোড়ে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখা আয়োজিত জনসভায়, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, “মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান আমলের ২২পরিবারের হাত থেকে মুক্তি পেলেও  দেশ আজ ২২০০ পরিবারের হাতে বন্দী। রাষ্ট্রীয় মাফিয়া ও রাস্তার মাফিয়ারা আজ দেশে চালাচ্ছে। শাসকগোষ্ঠী তাদের রক্ষায় দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের স্বার্থ শাসক গোষ্ঠীর কাছে উপেক্ষিত। তাইতো ২০/২৫ হাজার টাকার জন্য দেশকে বাঁচিয়ে রাখা কৃষককে জেলে যেতে হয়, আর লক্ষ কোটি টাকা পাচারকারীরা ভিআইপি মর্যাদায় চলাফেরা করে।”
তিনি পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধার ও এর সাথে জড়িতদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।
তিনি দূর্নীতি দু:শাসন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “মুক্তিযুদ্ধের অর্জন আজ লুন্ঠিত হয়ে গেছে।এসব লুন্ঠনকারী ও যে চলমান নীতিতে এরা লুটপাট করছে তার অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধের ধারায় দেশ পরিচালনা করতে হবে। বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, নতুন করে আবার প্রহসনের নির্বাচন করতে চাইছে। দেশে এটা প্রমান হয়ে গেছে দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না। তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে আগামী নির্বাচন আদায়ের সংগ্রাম জোরদার করতে হবে। দূর্নীতি, ফ্যাসিবাদী দু:শাসন রুখে দাঁড়াতে হবে।”
আজ ২৮ নভেম্বর বিকেলে বাম জোট বগুড়া জেলা শাখার সমন্বয়ক ও বাসদ বগুড়ার আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বামজোটের কেন্দ্রীয় সমন্বয়ক, সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের কেন্দ্রীয় নেতা শফিউর রহমান শফি, বাসদ(মার্ক্সবাদী) নেত্রী নিলুফার ইয়াসমিন শিল্পী, সিপিবি বগুড়ার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ বগুড়ার সদস্য সচিব দিলরুবা নুরী প্রমূখ। সমাবেশ সঞ্চালন করেন সিপিবি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু।
রুহিন হোসেন প্রিন্স দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও মাদকের বিস্তারে উদ্যোগ প্রকাশ করে বলেন, “সরকার প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করলে এর থেকে উত্তরণ ঘটানো যেত। অথচ এদের প্রশ্রয়ে কিশোর যুবদের ধ্বংস করা হচ্ছে।”
তিনি কৃষি উৎপাদন অব্যাহত রাখতে প্রকৃত কৃষককে প্রণোদনা দেওয়া, ক্ষেতমজুরদের সারাবছর কাজের নিশ্চয়তার দাবি করেন। তিনি শ্রমিকদের কাজের নিশ্চয়তা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ২০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানান।
তিনি আরো বলেন “দেশের জাতীয় আয়ের সুষম বণ্টন নিশ্চিত করতে পারলে সকল মানুষের খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নিশ্চিত করা যাবে। বামপন্থীরা ক্ষমতায় গেলে এই কাজটি করবে। ইউরোপ, আমেরিকা,ল্যাটিন আমেরিকাসহ সারা বিশ্বের দিকে তাকালে দেখা যাবে, পুঁজিবাদী পথে সমস্যার সমাধানে ওরা ব্যার্থ হচ্ছে। ওদের সংকট দিন দিন তীব্র হচ্ছে। এসব দেশের সাধারণ মানুষ আজ লাল পতাকা ও সমাজতন্ত্রের পথকে সমর্থন করছে। আমাদের দেশেকেও  মুক্তিযুদ্ধের অংগীকার গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রে পথে অগ্রসর করতে হবে। এজন্য নীতিনীস্ঠ রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গের ঐক্য গড়ে তুলতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews