1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

স্বেচ্ছাব্রতী সংগঠন ডাসকো ফাউন্ডেশন এর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
বিশ্ব মানবাধিকার দিবসে মান্দায় ডাসকো ফাউন্ডেশনের শোভাযাত্রা। ছবি- রাশেদ
নওগাঁর মান্দায় স্বেচ্ছাব্রতী সংগঠন ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে নওগাঁর মান্দায় উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে।
আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবসের প্রতিপাদ্য বিষয় সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার। দাতা সংস্থা হেক্স/ইপারের সহযোগিতায় স্বেচ্ছাব্রতী সংগঠন ডাসকো ফাউন্ডেশন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদে স্থানীয়ভাবে  বিশ্ব মানবাধিকার দিবসটি উদযাপন করেন।  এই উপলক্ষ্যে কুসুম্বা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সেটি নওগাঁ ও রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় শতাধিক আদিবাসী ও প্রান্তিক পর্যায়ের নারীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ও তাৎপর্য  নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুসুম্বা ইউনিয়ন পরিষদ  এর চেয়ারম্যান মো. নওফেল আলী মণ্ডল, মহিলা ইউপি সদস্য মোছা. মমতাজ বেগম, রিভাইভ প্রকল্পের মান্দা উপজেলা অফিসার অরিক চক্রবর্তী , কমিউটিনিট ডেভলোপমেন্ট অফিসার (সিডিও) শিল্পী চক্রবর্তী, শিরিন সুলতানা, অঞ্জনা মণ্ডল ও এস এম মেহেদী হাসানসহ আরো অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  আলোচনা সভাটি সঞ্চালনা করেন মো. রাশেদুল ইসলাম রাশেদ। আলোচনা সভায় বক্তারা বলেন জাতিসংঘ  কর্তৃক ১৯৪৮ সালে প্রথম মানবাধিকার দিবসের ঘোষণা করা হয় এবং ১৯৫০ সাল থেকে গোটা বিশ্ব এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন হয়ে আসছে। সেই হিসেবে মানবাধিকার ঘোষণার আজ ৭৫ বছর পূর্তি হল। মানুষ যাতে তাদের অধিকার আদায়ে সোচ্চার থাকে। কেউ যাতে দমন-পীড়ন ও লাঞ্চনা বঞ্চনার শিকার না হোন, সবাই মিলে যাতে একটি সাম্যের বিশ্ব গড়ে তুলতে পারি, সেই কথাগুলোকে স্মরণ করে দেয়ার জন্যেই আজকের দিবসটি উদযাপিত হয়। কোনগুলো মানুষের অধিকার এবং কোনগুলো মানুষের অধিকার না সেই সম্পকে সকলে যাতে জানতে ও বুঝতে পারেন। আদিবাসী, দলিত এবং প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না পারে। কাউকে পিছিয়ে রেখে নয়,  সবাইকে নিয়ে আমরা যাতে একটি সুন্দর, সমৃদ্ধ স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে পারি সেই প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আজকের বিশ্ব মানবাধিকার দিবসটি হোক সাম্যের বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews