শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে মিরপুর বুদ্ধিজীবি স্মৃতি সৌধে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় খেলাঘর ও খেলাঘর ঢাকা মহানগর উত্তর।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে সকাল ৮ টায় কেন্দ্রীয় খেলাঘর ও খেলাঘর ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিহঙ্গ খেলাঘর আসর, আলোর মেলা খেলাঘর আসর, আনন্দ দ্যুতি খেলাঘর আসর, সহযাত্রী খেলাঘর আসর, স্বচ্ছ খেলাঘর আসর, চমক খেলাঘর আসর, মোহনা খেলাঘর আসর, স্বপ্নালোক খেলাঘর আসরসহ খেলাঘর ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন আসরের কর্মী ও ভাই বোন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ শোকর্যালী করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুনু আলী, সম্পাদক সোমেন পোদ্দার, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাড. আরিফুর রহমান, সহ সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক সোহেল আহমেদ খান, জহিরুল ইসলাম স্বপন, ইয়াসিন আরাফাত, আক্তার হোসেন অনিক, মহানগর উত্তরর সদস্য ফাতেমা বেগম, কামরুল হাসান, বিহঙ্গ খেলাঘর আসরের সভাপতি অধ্যক্ষ এম এম ইব্রাহিম খলিল, আলোর মেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন, আনন্দ দ্যুতি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক তাওসিফ প্রমুখ।
এ সময় খেলাঘর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুনু আলী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়লগ্নে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর ও আল সামস বাহীনি বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের হত্যা করে। পাকিস্তানী বাহিনীর এই হত্যাকান্ড চালিয়ে জাতিকে মেধা শূণ্য করার একটি অপচেষ্টা চালিয়েছিল। সেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এই প্রজন্মের মধ্যে তুলে ধরে শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুধ্য করে বিজ্ঞান মনষ্ক করে গড়ে তোলা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে খেলাঘর।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট