1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

বরিশালে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
বরিশালে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালায় অতিথিরা।
সেইন্ট বাংলাদেশ এবং গণসাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে বরিশালে সেইন্ট বাংলাদেশ এর সেমিনার হলে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার।

উক্ত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রাক-প্রাথমিক থেকেই আমাদের শিশুদের জীবন রক্ষাকারী দক্ষতাগুলো অর্জনে গুরুত্ব দিতে হবে। কমিউনিটির লোকজনের সম্পৃক্ততা বাড়িয়ে সচেতনতা সৃষ্টি করতে পারলে পানিতে ডুবে শিশুদের মৃত্যুঝঁকি কমিয়ে আনা সম্ভব হবে। শিশুর নিরাপদ পরিবেশ সৃষ্টি করা আমাদের সকলের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের পুকুরগুলোতে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে স্থানীয় উদ্যোগের মাধ্যমেই। নইলে তাদের জীবনটা ষোলআনাই মিছে হয়ে যাবে। বছরে ১৯ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায় যার ১০ হাজার শিশু এই তথ্যই আমাদের অনেকের অজানা ছিল। কর্মশালাতে প্রাপ্ত সুপারিশগুলো নিয়ে আমরা বরিশাল বিভাগে কাজ করবো ভবিষ্যতে।”

কর্মশালা উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু, ইউনিসেফ এর বরিশাল বিভাগের চীফ এ.এইচ তৌফিক আহমেদ, বীর প্রতিক বীরমুক্তিযোদ্ধা কে.এস.এ মহিউদ্দীন মানিক, বরিশাল এর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক  মোঃ আব্দুল কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক দিলারা খানম, বরিশাল এর ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাস,  বরিশাল জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল বরিশাল এর টেকনিক্যাল স্পেশালিস্ট আবু তাহের। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিজন শুভঙ্কর চক্রবর্তী।

উক্ত কর্মশালায় কমিউনিটি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মিডিয়া, যুব প্রতিনিধি, ভুক্তভোগী অভিভাবক এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ, করণীয় এবং কার কি দায়িত্ব তা লিখে অতিথিদের সামনে উপস্থাপন করেন। উল্লেখ্য মিডিয়া নিয়ে কাজ করা সংগঠন ‘সমষ্টি’ এর মিডিয়া মনিটরিং রিপোর্ট অনুযায়ী বরিশাল বিভাগে ২০২২ সালের ০১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পানিতে ডুবে মৃত্যুর শিকার ১১৯ জন, বরিশাল জেলায় ২৯ জন এবং  ২০২১ সালে বরিশাল বিভাগে ১৩৫ জন ও বরিশাল জেলায় ৩১ জন। তবে বাস্তব চিত্র এর চেয়েও কয়েকগুণ বলে অভিমত বিশেষজ্ঞদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews