1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদকের ব্যপকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ সোনাতলায় মাদক নির্মূলের দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান বৈশ্বিক অর্থায়ন সংকটের প্রেক্ষিতে এনজিওদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা প্রবীন নাট্যকর্মী বাবলু খানের মৃত্যুঃ বিভিন্ন মহলের শোক পশ্চিম বঙ্গের কবি মনিকা রায়ের কবিতার ডায়েরি থেকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মতিন কাজীর চিকিৎসার খোঁজ নিলেন ভিপি সাইফুল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনাতলায় কৃষকদলের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত সোনাতলায় মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একনজরে বিশ্বকাপ ফুটবলের ২১টি ফাইনাল

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
২০০২ বিশ্বকাপ চাম্পিয়ন ব্রাজিল দল। ছবি- সংগৃহীত

১৯৩০ : উরুগুয়ে ৪ : আর্জেন্টিনা ২

মন্টেভিডিওতে বিরতির আগে পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানের জয়ে বিশ্বকাপের প্রথম শিরোপা উরুগুয়ের।

১৯৩৪ : ইতালি ২ : চেকোস্লাভাকিয়া ১

রোমের ফাইনালে ৭১ মিনিটে আন্তোনিন পুচের গোলে এগিয়ে যায় চেকরা। ১০ মিনিট পর সমতা ফেরান রাইমুন্দো ওরসি। ৯৫তম মিনিটে আনহেলো শিয়াভিয়োর গোলে উৎসবে মাতে পুরো ইতালি।

 

১৯৩৮ : ইতালি ৪ : ফ্রান্স ২

বিরতির আগেই ইতালি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে টানা দ্বিতীয় শিরোপা ইতালির।

১৯৫০ : উরুগুয়ে ২ : ব্রাজিল ১

মারাকানায় ব্রাজিল-উরুগুয়ের শেষ ম্যাচটি হয়ে উঠেছিল শিরোপা নির্ধারণী ম্যাচ। হুয়ান স্কিয়াফিনো আর এদগার্দো গিঘিয়ার গোলে উরুগুয়ে জিতলে শোকস্তব্ধ হয়ে পড়ে ব্রাজিল।

১৯৫৪ : পশ্চিম জার্মানি ৩ : হাঙ্গেরি ২

‘মিরাকল অব বার্ন’ নামে পরিচিতি এই ফাইনালের। গ্রুপ পর্বে হাঙ্গেরির কাছে ৩-৮ গোলে বিধ্বস্ত হয়েছিল পশ্চিম জার্মানি। অথচ ফাইনালে ৩-২ ব্যবধানে জেতে জার্মানরা।

১৯৫৮ : ব্রাজিল ৫ : সুইডেন ২

ব্রাজিল প্রথম বিশ্বকাপ জেতে ১৯৫৮-তে।    জোড়া গোল করে নায়ক ১৭ বছর বয়সী পেলে।

১৯৬২ : ব্রাজিল ৩ : চেকোস্লাভাকিয়া ১

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয় ব্রাজিলের। চেকোস্লাভাকিয়াকে তারা হারায় ৩-১ গোলে।

১৯৬৬ : ইংল্যান্ড ৪ : পশ্চিম জার্মানি ২

বিশ্বকাপ ফাইনালে একমাত্র হ্যাটট্রিকটি জিওফ হার্স্টের। তবে ১০১ মিনিটে তাঁর শট গোললাইন অতিক্রম করেছিল কি না, বিতর্ক চলে এখনো।

১৯৭০ : ব্রাজিল ৪ : ইতালি ১

৪-১ ব্যবধানে একতরফা জিতে তৃতীয় বিশ্বকাপ ব্রাজিলের। সুবাদে জুলে রিমে ট্রফিটা বরাবরের মতো হয়ে যায় ব্রাজিলের।

১৯৭৪ :  পশ্চিম জার্মানি ২ : নেদারল্যান্ডস ১

ইয়োহান ক্রুইফের টোটাল ফুটবলের দাপট থামিয়ে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানি।

১৯৭৮ : আর্জেন্টিনা ৩ : নেদারল্যান্ডস ১

বুয়েনস এইরেসের ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনা প্রথমবার শিরোপা জেতে ৩-১ গোলের জয়ে।

১৯৮২ : ইতালি ৩ : পশ্চিম জার্মানি ১

৮২ মিনিটে ৩-০ গোলে এগিয়ে ছিল ইতালি। ম্যাচ কার্যত শেষ তখনই।

১৯৮৬ : আর্জেন্টিনা ৩ : পশ্চিম জার্মানি ২

উপভোগ্য ছিল ফাইনালটা। ম্যাচ শেষের ৭ মিনিট আগে ডিয়েগো ম্যারাডোনার পাসে হোর্হে বুরুচাগার গোলে দ্বিতীয়বার শিরোপা জেতে আর্জেন্টিনা।

১৯৯০ : পশ্চিম জার্মানি ১ : আর্জেন্টিনা ০

শেষ দিকে আর্জেন্টিনা ৯ জন নিয়ে খেলে ফাইনালটা। ৮৫ মিনিটে রেফারি এদগার্দো কোদেসালের বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় পশ্চিম জার্মানি। আন্দ্রেস ব্রেমের গোল বিশ্বকাপ এনে দেন জার্মানদের।

১৯৯৪ : ব্রাজিল ০ (৩) : ইতালি ০ (২)

বিশ্বকাপের প্রথম ফাইনাল টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছিল সেবারই।

১৯৯৮ : ফ্রান্স ৩ : ব্রাজিল ০

জিনেদিন জিদানের জোড়া গোলে ফ্রান্স এগিয়ে যায় ২-০ ব্যবধানে। তৃতীয় গোলটি এমানুয়েল পেতিতের, প্রথম বিশ্বকাপ জেতে ফ্রান্স।

২০০২ : ব্রাজিল ২ : জার্মানি ০

ইয়াকোহামার ফাইনালে রোনালদোর জোড়া গোলে ২-০ ব্যবধানের জয় ব্রাজিলের।

২০০৬ : ইতালি ১ (৫) : ফ্রান্স ১ (৩)

মার্কো মাতেরাজ্জির বুকে ঢুঁস মেরে লাল কার্ড দেখেন জিনেদিন জিদান। টাইব্রেকারে ইতালির জয় ৫-৩ ব্যবধানে।

২০১০ : স্পেন ১ : নেদারল্যান্ডস ০

জোহানেসবার্গে অতিরিক্ত সময়ে ১১৬তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে প্রথমবার বিশ্বকাপ জেতে তিকিতাকায় মুগ্ধ করা স্পেন।

২০১৪ : জার্মানি ১ : আর্জেন্টিনা ০

অতিরিক্ত সময়ের ১১৩তম মিনিটে বদলি খেলোয়াড় মারিও গোেজর গোলে চতুর্থ বিশ্বকাপ জেতে জার্মানি।

২০১৮ :  ফ্রান্স ৪ : ক্রোয়েশিয়া ২

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে গুঁড়িয়ে দেয় ফ্রান্স। ৪-২ ব্যবধানে জিতে ঘরে তোলে দ্বিতীয় বিশ্বকাপ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews