1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চীনের ‘ইন্টারন্যাশনাল মেডিক্যাল হেলথ প্রোমোশন অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশি শিক্ষার্থী নূর বরিশালে “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা সোনাতলায় ‘দি গ্লোবাল কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত খুলনায় “শিক্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাব: নাগরিক সমাজের করণীয়” শীর্ষক মতবিনিময় কক্সবাজার হোটেল সী মুনের আনন্দ আয়োজন সোনাতলার বালুয়াহাট ডিগ্রি কলেজে নবীনবরণ ও অভিভাবক সমাবেশ বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রাণিসম্পদ খাতকে উন্নত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন ৬৪ জেলার পুলিশ সুপার রদবদল বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনায় ভিপি সাইফুল ইসলামের দোয়া ও খাবার বিতরণ

চীনে করোনা আক্রান্তদের নতুন গণনা পদ্ধতিতে মৃতের সংখ্যা পাঁচ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
চীনে যারা নিউমোনিয়ার মতো শ্বাসযন্ত্রের অসুস্থতায় মারা যাচ্ছে, কেবল তাদের করোনায় মৃত হিসেবে শনাক্ত করা হচ্ছে। ছবি- সংগৃহীত

চীনে করোনাভাইরাস সংক্রান্ত কড়াকড়ির বিরুদ্ধে বিক্ষোভের জেরে রোগটিতে মৃত্যুর হিসাব রাখার নতুন উপায় বের করা হয়েছে। যারা নিউমোনিয়ার মতো শ্বাসযন্ত্রের অসুস্থতায় মারা যাচ্ছে, কেবল তাদের করোনায় মৃত হিসেবে শনাক্ত করা হচ্ছে।

চীনের সরকারি হিসাব অনুসারে স্থানীয় সময় মঙ্গলবার পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এর আগের দিন সোমবার দুজন মারা গেছে এবং তার আগে দুই সপ্তাহে কারো প্রাণহানির খবর দেওয়া হয়নি।

চীনে করোনার বাড়বাড়ন্তে উদ্বেগে রয়েছে ভারত। আবার এই ভাইরাসের তাণ্ডব শুরু হবে না কি, তা নিয়ে বেশ ধন্ধে রয়েছে দেশটি। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকেই পরিকল্পনা করে ঝাঁপিয়ে পড়তে চাইছে নরেন্দ্র মোদির প্রশাসন।

এরই মধ্যে সমস্ত রাজ্যকে কী কী করতে হবে, তার বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মহামারি পরিস্থিতি খতিয়ে দেখার জন্য শীর্ষ কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন।

চীনের পরিস্থিতির দিকে তাকিয়ে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে, তারা যেন করোনাভাইরাসের সন্ধান পেলেই নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠায় ‘ইনসাকগে’।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ইনসাকগ’ ভারতে করোনার বিভিন্ন প্রজাতি (স্ট্রেন) নিয়ে নিয়মিত চর্চা ও গবেষণা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সব রাজ্যকে যে নির্দেশনা পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে- জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও চীনে আচমকা করোনা বাড়বাড়ন্তের নিরিখে রাজ্যে রাজ্যে জিনোম সিকোয়েন্সিংয়ের প্রক্রিয়া আরও দ্রুতগামী করতে হবে। যাতে করোনার রূপ (ভ্যারিয়েন্ট) এবং তার অগ্রগতি সম্পর্কে বিশদ ধারণা তৈরি করে রাখা সম্ভব হয়। আগামী দিনে নতুন কোনো রূপ বা প্রজাতি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই যাতে প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews