অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুর-এ-মুর্শেদ, গণসাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ এর সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল, কুড়িগ্রাম প্রেস ক্লাব এর সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সলিডারিটি কুড়িগ্রাম এর নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর বাংলাদেশ এর কান্ট্রি লিড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সাবেক অতিরিক্ত সচিব মুহাম্মদ রূহুল ক্দ্দুূস।
উক্ত কর্মশালায় কমিউনিটি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মিডিয়া, যুব প্রতিনিধি, ভুক্তভোগী অভিভাবক এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ, করণীয় এবং কার কি দায়িত্ব তা লিখে অতিথিদের সামনে উপস্থাপন করেন। উল্লেখ্য মিডিয়া নিয়ে কাজ করা সংগঠন ‘সমষ্টি’ এর মিডিয়া মনিটরিং রিপোর্ট অনুযায়ী রংপুর বিভাগে ২০২২ সালের ০১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পানিতে ডুবে মৃত্যুর শিকার ১৭৫ জন, কুড়িগ্রাম জেলায় ২২ জন এবং ২০২১ সালে রংপুর বিভাগে ১১৫ জন ও কুড়িগ্রাম জেলায় ২৩ জন। তবে বাস্তব চিত্র এর চেয়েও কয়েকগুণ বলে অভিমত বিশেষজ্ঞদের।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট