বাংলাদেশ কৃষক সমিতি চতুর্দশ জাতীয় সম্মেলন সফল করার লক্ষে আজ বেলা ৩.৩০টা মিনিটে উদীচী কার্যালয়ে চতুর্দশ জাতীয় সম্মেলন প্রস্তুতি পরিষদের এক সভা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলি নিমাই গাঙ্গলির সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন কৃষক সমিতির সভাপতি এ্যাড, এস, এম এ সবুর, সাধারণ সম্পাদক কৃষকনেতা কাজী সাজ্জাদ জহির চন্দন, জাহিদ হোসেন খান, লাকী আকতার, ইসমাইল হোসেন, হাসান আলী শেখ, সন্তোষ কুমার পাল, হুমায়ুন কবির প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, “আমাদের দেশ কৃষিপ্রধান। ৭০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। সরকারের ভুলনীতি, দূর্নীতির কারণে কৃষি ও কৃষক আজ বিপন্ন। তাই কৃষি- কৃষক ও দেশ বাঁচাতে কৃষক সমিতির ২১ দফা দাফী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৬-১৭ ফেব্রুয়ারী ২০২৩ বাংলাদেশ কৃষক সমিতির জাতীয় সম্মেলন বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলন সফল করতে সারাদেশের কৃষক কৃষানীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভা সঞ্চালন করেন কৃষক নেতা আবিদ হোসেন।