আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আলোচনাসভায় অংশ নেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে মহানগরের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ এবং দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ দুটিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগ থেকে জানানো হয়েছে, বিএনপি ও সমমনা দলগুলো যেন আজ কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা চালাতে না পারে সে জন্য ঢাকার প্রতিটি এলাকায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নাশকতার চেষ্টা করা হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজে সহযোগিতা করবেন নেতাকর্মীরা।
কর্মসূচির নামে সহিংসতার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। তিনি বলেছেন, গণ-অবস্থান কর্মসূচির নামে বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। তারা যদি কোনো ধ্বংসাত্মক কাজ করে, তাহলে কঠোরভাবে তা দমন করা হবে। বিএনপির কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি। কিন্তু তাদের বিগত সব কর্মসূচিতে সহিংসতা হয়েছে। এবার গণ-অবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর কিংবা ধ্বংসাত্মক কোনো কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।