তরুণ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে জার্মানিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভের সময় পুলিশ আটক করেছে। সুইডিশ নাগরিক থুনবার্গ জার্মানির পশ্চিমাঞ্চলের লুটজেরাথ গ্রামে কয়লা খনি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন।
পুলিশ রয়টার্সকে বলেছে, গ্রেটা থুনবার্গ আরো অনেকের সঙ্গে মিলে গার্জওয়েলার ২ নামের খনির প্রান্তের দিকে ছুটে গিয়েছিলেন। থুনবার্গ বা অন্য আটকদের কী হবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
গার্জওয়েলার ২ নামের খনিটি মানুষ সরিয়ে নেওয়া লুটজেরাথ গ্রাম থেকে প্রায় সাড়ে ৯ কিমি দূরে। ঘটনার দৃশ্যের ভিডিওতে দেখা যায়, তিন পুলিশ কর্মী থুনবার্গকে প্রতিবাদ কর্মসূচি থেকে ধরে উঁচু করে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি হাসছেন।
আন্দোলনকর্মীরা বলছে, বিদ্যুতের জন্য কয়লা পোড়ানো গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে জার্মানির প্রচেষ্টাকে দুর্বল করবে। দেশটি ২০৩০ সালের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: বিবিসি