1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদকের ব্যপকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ সোনাতলায় মাদক নির্মূলের দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান বৈশ্বিক অর্থায়ন সংকটের প্রেক্ষিতে এনজিওদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা প্রবীন নাট্যকর্মী বাবলু খানের মৃত্যুঃ বিভিন্ন মহলের শোক পশ্চিম বঙ্গের কবি মনিকা রায়ের কবিতার ডায়েরি থেকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মতিন কাজীর চিকিৎসার খোঁজ নিলেন ভিপি সাইফুল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনাতলায় কৃষকদলের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত সোনাতলায় মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকায় ভালোবাসা পেয়ে আপ্লুত শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র
কলকাতায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে অভিনয়ের কাজে বাধাগ্রস্ত হচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঢাকায়  ‘একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ উপস্থিত হয়ে এ কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী।

তিনি বলেন, ‘কলকাতার রাজনৈতিক বিষয়ে সবাই অবগত। তাদের স্রোতে আমি গা ভাসাতে পারিনি। যার কারণে আমি অনেকটা বঞ্চিত। চাইলে অনেক কাজ করতে পারি। তবে সেই মানহীন কাজ করতে চাই না। এখন মনের মতো কাজ করতে চাই।’

শ্রীলেখা মিত্রর এ কথা থেকেই স্পষ্ট হয় মমতা ব্যানার্জির রাজনৈতিক মতাদর্শকে সমর্থন না করায় নানা জায়গা থেকে বাধাগ্রস্ত হচ্ছেন। সে কথা আরেকটি জায়গা থেকে স্পষ্ট হলো।

আক্ষেপ নিয়ে শ্রীলেখা বলেন, ‘নিজ শহর কলকাতা আমার সিনেমা দেখায়নি। কিন্তু বাংলাদেশ সাদর অভ্যর্থনা জানিয়েছে। বাংলাদেশে এসে প্রথমবার সিনেমাটি দর্শক সারিতে বসে দেখলাম। নিজ শহরে বসে দেখতে পারলে ভালো লাগত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা জায়গা পায়নি। এর জন্য একটা আক্ষেপ রয়েছে যে আমার শহরের মানুষদের আমার নির্মাণ দেখাতে পারিনি। এই দুঃখটা থাকবে।’

শ্রীলেখা মিত্র। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন তিনি। ‘একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। এ উপলক্ষে ১৪ জানুয়ারি ঢাকায় এসেছেন তিনি। ‘এবং ছাদ’ সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরে প্রদর্শনী হয়। সিনেমা প্রদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশে এসে যে ভালোবাসা পেলাম তা কখনো ভুলব না। কলকাতার মানুষ যে মর্যাদা দিতে পারেনি সেটি বাংলাদেশের মানুষ দিয়েছে।’ বাংলাদেশে দ্বিতীয় নির্মাণ দেখাতে পেরে আনন্দিত ও গর্বিত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এভাবেই নিজের অনুভূতি ভাগ করলেন অনুরাগীদের সঙ্গে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews