আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালনের সময় দুপুর পৌনে ২টার দিকে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শাহবাগ থানার ইন্সপেক্টর শেখ আবুল বাসার বলেন, ‘আমরা তাদের অনেক বুঝিয়েছি। তারা সচিবালয়ে যেতে চাইলে একটা টিম নিতেও চেয়েছি। কিন্তু তারা সবাই সেখানে যেতে চান, সেটা তো সম্ভব না। এরপর আমরা তাদের রাস্তা বন্ধ না করে অবস্থান কর্মসূচি করতে বলি। রাস্তা বন্ধ করে তারা অবস্থান কর্মসূচি করলে জনভোগান্তি তৈরি হয়। অ্যাম্বুল্যান্স চলাচলেও বিঘ্ন ঘটছিল। পরে আমরা তাদের সরিয়ে দিই।’
লাঠিচার্জের বিষয়ে তিনি বলেন, ‘তাদের যখন সরিয়ে দেওয়া হবে, তখন কিছুটা ফোর্স তো দিতে হয়। সে ক্ষেত্রে কিছু ধাক্কাধাক্কি হয়েছে। তবে এটা তাদের প্রতি চরম নিষ্ঠুরতার কোনো পর্যায় নয়।’