বদলীকৃত কর্মকর্তারা হলেন- ডিএমপির লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আদনীন আলম ও রুহুল আমিনকে ট্রাফিক ওয়ারী বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আবুল কালাম মো. আখতারুজ্জামান ও মোহা. হোসেন জাকারিয়াকে ট্রাফিক রমনা বিভাগে এবং ট্রাফিক ওয়ারী বিভাগের লাইনওআরের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আলাউদ্দিন আল আজাদকে সচিবালয়ে নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।