1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

আজ বিশ্ব কুষ্ঠ দিবস : বছরে আক্রান্ত ৪ হাজার মানুষ

অদেখা ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
‘মাঝে মাঝে জ্বর হচ্ছিল, এরপর শরীর কুঁকড়ে আসে। ফার্মেসি থেকে ওষুধ কিনে খাই, ভালো হয় না। পরে ডাক্তারের কাছে গেলে পরীক্ষা করে জানান, আমার কুষ্ঠ হয়েছে।’

দেশে প্রতিবছর কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছে প্রায় চার হাজার মানুষ। এর মধ্যে ৬ শতাংশ শিশু। আক্রান্তদের ৮ শতাংশের অঙ্গহানি ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ কর্মসূচি এ তথ্য জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভয়, কুসংস্কার ও লোকলজ্জায় চিকিত্সা না নেওয়াই বিকলাঙ্গ হওয়ার মূল কারণ। সময়মতো ও সঠিক চিকিত্সা নিলে এটি পুরোপুরি দূর হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ কর্মসূচির তথ্য মতে, গত পাঁচ বছরে (২০১৭-২১) দেশে কুষ্ঠ রোগী শনাক্ত হয় ১৬ হাজার ৭১৭ জন। এর মধ্যে পাঁচ বছরের নিচে এক হাজার সাত শিশু। আক্রান্তদের মধ্যে অঙ্গহানি ঘটেছে এক হাজার ১৩৮ জনের।

এমন পরিস্থিতির মধ্যে আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব কুষ্ঠ দিবস। দিবসের এবারের প্রতিপ্রাদ্য ‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’। প্রতিবছর জানুয়ারি মাসের শেষ রবিবার দিবসটি পালিত হয়ে আসছে।

কুষ্ঠ রোগের লক্ষণ : কুষ্ঠ বা হ্যানসেন রোগটি ম্যাইকো ব্যাকটেরিয়াম লেপরের কারণে ঘটে থাকে। এটি ত্বক ও স্নায়ুর একটি সংক্রমণ। এই ব্যাধি ত্বক, স্নায়ু, চোখ ও শ্বাসযন্ত্রে প্রভাব ফেলে।

প্রাথমিক উপসর্গগুলো হলো চামড়ায় ফ্যাকাসে ছোপ দেখা দেওয়া, ত্বকে ছোট ছোট ফুসকুড়ির মতো হয়। চামড়া শুষ্ক ও শক্ত হয়ে যায়। পায়ের পাতার নিচের অংশে ঘা হয়। মুখের বা কানের কিছু স্থানে ফুলে যায়। চোখের পাপড়ি ও ভ্রূ পড়ে যায়। সংক্রমিত স্থানে অসাড়তা অনুভূত হয় ও ঘাম দেখা দেয়। অনেকে পঙ্গু হয়ে যায়। পেশি দুর্বল হয়ে যায়। মুখের স্নায়ুতে প্রভাব পড়ায় অন্ধত্বের ঝুঁকি বাড়ে।

কুষ্ঠ রোগীদের জন্য দেশে সরকারি হাসপাতাল রয়েছে তিনটি। একটি ঢাকায়, একটি নীলফামারীতে ও একটি সিলেটে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ কর্মসূচি শাখার সার্ভেইল্যান্স মেডিক্যাল অফিসার ডা. আদনান রাসেল বলেন, দেশের কুষ্ঠ রোগীদের বিনা মূল্যে চিকিত্সার সঙ্গে ওষুধ দিচ্ছে সরকার। যাদের পায়ে সমস্যা, তাদের বিনা মূল্যে বিশেষ জুতা বা ক্রাচ দেওয়া হয়। প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হচ্ছে

মৌলভীবাজারে সবচেয়ে বেশি রোগী : দেশের ৯টি জেলায় কুষ্ঠ রোগের প্রকোপ সবচেয়ে বেশি। এর মধ্যে সীমান্তবর্তী জেলা চা-বাগান ও হাওরাঞ্চল অধ্যুষিত মৌলভীবাজার তালিকার ১ নম্বরে রয়েছে। এ ছাড়া রয়েছে দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট ও মেহেরপুর। এসব জেলায় প্রতি লাখ মানুষের মধ্যে পাঁচজন কুষ্ঠ রোগে আক্রান্ত।

মৌলভীবাজারের সির্ভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, ২০২২ সালের এক গবেষণায় দেখা গেছে, জেলায় বর্তমানে এই রোগীর সংখ্যা বেড়ে ৬৬০ জন। এর মধ্যে অপ্রাপ্তবয়স্কের সংখ্যা বেশি।

জাতীয় কর্মপরিকল্পনা বাজেট খুব কম : স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ বলেন, ‘স্কিন টু স্কিন এবং শ্বাসনালির মাধ্যমে কুষ্ঠ ছড়ায়। এটির আবার ছড়াতে পাঁচ থেকে ১০ বছর সময়ও লেগে যেতে পারে। আমাদের দেশে যে পরিমাণ কুষ্ঠ রোগীর কথা বলা হচ্ছে, বাস্তবে এ সংখ্যা আরো বেশি। সঠিক চিকিৎসা নিলে ছয় মাসেই রোগী কুষ্ঠমুক্ত হতে পারে। দেরিতে পঙ্গুত্বের ঝুঁকি থাকে।’

তিনি বলেন, এই রোগের বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা বাজেট মাত্র ৬০ থেকে ৭০ লাখ টাকা, যা খুব কম। এত কম বাজেটে ২০৩০ সালে কুষ্ঠ রোগ নির্মূল সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews