অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে অধ্যক্ষ আলমগীর হোসেন খান এর ‘আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে’ গ্রন্থ। মেলায় বইটি পাওয়া যাচ্ছে সোহরাওর্য়াদী উদ্যান অংশের ‘চারু সাহিত্যাঙ্গন’ প্রকাশনীর ৫৪৮ নম্বর স্টলে। শনিবার সন্ধ্যায় ‘চারু সাহিত্যাঙ্গন” প্রকাশনীর সামনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা জাতির মেরুদন্ড। আর এই মেরুদন্ড শক্ত, মজবুত ও টেকসই করতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই তিন অংশীজনের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে বুঝে নিতে একটি সুষ্ঠ সুন্দর জাতি গঠনের প্রত্যয় নিয়ে জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান এর লেখা “আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে’ গ্রন্থ। গ্রন্থটিতে মুলত একজন আদর্শ শিক্ষক, আদর্শ অভিভাবক, আদর্শ শিক্ষার্থী, আদর্শ প্রতিষ্ঠান প্রধান, আদর্শ শ্রেণি শিক্ষক হওয়ার কৌশল। আরও থাকছে আদর্শ পাঠপরিকল্পনা, আদর্শ পাঠদান কৌশল ও পদ্ধতি সম্পর্কে বিস্তর আলোচনা।
গ্রন্থট সম্পর্কে অধ্যক্ষ আলমগীর হোসেন খান বলেন, ‘আলোকিত মানুষ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে। শিক্ষার্থীরা পড়ালেখার মাধ্যমে সুশিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রাখবে। আলোকিত মানুষ গড়তে সহায়ক হিসেবে কাজ করবে ‘আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে’ গ্রন্থটি।
গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ মোফাজ্জল হোসেন মন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আব্দুর রব মোল্লা, বাংলাদশ শিক্ষক সমিতির (বিটিএ) অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহম্মেদ, প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন, কবি শামিমা সুলতানাসহ অন্যান্যরা।
উল্লেখ্য, রকমারি ডটকমের মাধ্যমে অনলাইনেও ২৫ শতাংশ ছাড়ে বইটি পাওয়া যাবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট