মঙ্গলবার রাতে নিজের বাড়িতে বসেই একান্তে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলেন আলিয়া ভাট। ভারতীয় বগণমাধ্যম বলছে, তখনই ফটো শিকারীদের নজরে পড়ে যান আলিয়া, সঙ্গে তাঁর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেন পাপারাজ্জিরা।
এই ঘটনায় আলিয়ার পাশে দাঁড়িয়েছেন, অর্জুন কাপুর, আনুশকা শর্মাসহ আলিয়ার মা ও বোন। আলিয়ার মা, সোনি রাজদান লিখেছেন, ‘অবাক হয়েছি এবং একজন ব্যক্তির গোপনীয়তার প্রতি এহেন অবহেলায় হতাশ। আমরা কি সত্যিই কোন দেশে আছি?’
শাহিন হতাশা হয়ে লিখেছেন, ‘মানুষ এখন কন্টেন্ট পাওয়ার জন্য আশেপাশে রীতিমতো লুকিয়ে রয়েছে। মানুষের বাড়িতে জুম করে লেন্সবন্দি করছে। একজন অসচেতন মহিলার গোপন ছবি তোলা, তাঁর সম্মতি ছাড়া কাজটি করা কি উচিত? ছবিতে থাকা ব্যক্তিটি একজন সেলিব্রিটি৷ যদি এটি অন্য কোনও ব্যক্তির সঙ্গে হত, তবে তা হয়রানি বলে বিবেচিত হত৷ গোপনীয়তার উপর আক্রমণ। মানুষের শালীনতার অভাব সত্যই ভয়ঙ্কর।’
তিনি তাঁর পোস্টে মুম্বাই পুলিশকেও ট্যাগ করেছেন। পরবর্তীতে অভিনেত্রী পোস্টটি মুছে দেন।