
রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্ট থেকে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।আজ রবিবার (১২ মার্চ) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর বিভাগের দারুসসালাম জোনের এডিসি মো. জামিল রহমান খান বলেন, আমরা একটি অভিযান শেষ করেছি। যাদের আটক করা হয়েছে তাদের যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তির সংখ্যা এখনও বলা যাচ্ছে না।