গোড়া থেকেই আমাদের সমাজ অসম। সকেলেই নিজকে অন্যের চাইতে উত্তম মনে করে। আমরা যে উপমহাদেশে বাস করি এখানে অসাম্য বিরাজ করেছে শত শত বছর ধরে। সব দিক থেকেই আমরা একটা অনায্য সমাজে বসবাস করে আসছি।লক্ষ্য করেছেন কখনো যখন কোন খ্যাতিমান লোককে নিয়ে লেখা হয় বা পরিচয় করিয়ে দেয়া হয় তখন বলা হয় অমুক বিখ্যাত বনেদি ও ধনী পরিবারের সন্তান ছিলেন ইত্যাদি।
আভিজাত্য ও প্রভাব প্রতিপত্তি প্রতি নিদারুন মোহ কাজ করে এই মানসিকতার পেছনে। সম্ভবত বিখ্যাত এই মানুষটি সম্মানের উপযুক্ত হয়েছেন তার কর্ম ও মেধার জন্য অথবা তাঁর মানবাধিকার জনিত সেবামূলক কাজের জন্য। সমাজ ও দেশের জন্য কাজ করার জন্য তিনি সমাজে সম্মানিত বলে গন্য হয়েছেন।
প্রশ্ন হচ্ছে সকলেই কেন এই অসত্য আভিজাত্যের খোলস পরতে চান? কিভাবে আমরা এমন অসুস্থ মানসিকতা ধারন করতে শিখেছি।জাতিগত ভাবে উচ্চশ্রেনীর অন্তর্ভুক্ত হবার অতৃপ্ত তৃষ্ণা আমাদের মনের গভীরে এক অস্বাস্থ্যকর অন্ধকার সৃষ্টি করেছে।
দেখেছেন নিশ্চয় সামান্য ভাড়া নিয়ে দ্বিমত হলে কোট প্যানট ও চকচকে জুতো পায়ে ভদ্রলোকেরা নির্দ্বিধায় কর রিক্সাওয়ালাকে নির্মমভাবে পেটানো? ছোটলোকের বাচ্চা বলে গালিগালাজ করা। সব্জিওয়ালাকে কমদাম দেয়া। এইসব তথাকথিত ভদ্রলোক বা অভিজাত শ্রেনীর লোকদের কিভাবে আপনারা সংজ্ঞায়িতকে করবেন?
মহিলারাও কম যান না তারাও স্যান্ডেল খুলে রিক্সাওয়ালাদের মারধোর করেন। গরীব লোকেরা এইরকম নির্যাতিত হচ্ছে অহরহ। এইসব ভদ্রলোকেরা তথা উচ্চ শ্রেনীর দাবীদাররা প্রকৃত পক্ষে হিংস্রপ্রকৃতির। প্রায় ক্ষেত্রেই এরা দুর্নীতি পরায়ন ও খল চরিত্রের। তাদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে তারা পার পেয়ে যান ফলে দুঃস্থ অসহায় মানুষেরা বিচার পাননা। মানুষ হিসেবে ন্যুনতম মর্যাদা তো দূরের কথা।
যাদের টাকা আছে গাড়ী আছে তারা সম্মান পান এবং সম্মান আদায় করে নেন। কিন্তু যারা তাদে শ্রমের বিনিময়ে সেবা করেন তাদের কি কোন সম্মান প্রাপ্য নেই?
প্রতিটি মানুষের সম্মান আছে সম্মান তাদের প্রাপ্য। সে বাড়ীর গৃহকর্মী হোক কিংবা দাড়োয়ান অথবা কায়িক শ্রম দ্বারা জীবিকা অর্জন করেন যারা। প্রত্যেকেরই মানুষ হিসেবে সমান সম্মান প্রাপ্য। যেই সব বিত্তশালী ক্ষমতাবানরা গরীবদের তা দিতে ব্যর্থ তারা আর যাই হোক মানুষ হতে পারেনি ছোটলোক থেকে গেছেন।
সম্ভবত ষোড়ষ শতকে মহান চৈতন্যদেব সাম্যের জন্য আন্দোলন করেছিলে, সমাজ সংস্কারের জন্য জন্য আন্দোলন করেছিলেন । ইতিহাসে তা বাংলার নবজাগরণ বা রেনেসা বলে উল্লিখিত আছে। আজ
মানুষ কত অসম্মান ও অন্যয্য পরিস্থিততি বসবাস করে নিপীড়িত হয়। মানবিক একটি সমাজ গড়ে তোলার জন্য কেউ এগিয়ে আসেন না, আন্দোলন গড়ে তোলেন না। কারন বর্তমান সমাজব্যবস্তাতে যাদের জন্য সুবিধাজনক তারা পরিবর্তন চাযনা। কারন তাদের সুবিধাজনক অবস্তান বদল কাঙ্খিত নয়।